১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ। নিশ্চিত করেছে ইতালিয়ান ফেডারেশন। এদিকে আরও এক মৌসুম এসি মিলানে থাকছেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। দলবদলের বাজারে স্বস্তির খবর শুনিয়েছেন নেইমার। আপাতত পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
করোনার কারণে এবারের ইতালির ঘরোয়া ফুটবল লিগ সিরি আ নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চয়তা। তবে,ইউরোপের অন্যসব ঘরোয়া লিগের মত কোন বিপর্যয় ছাড়াই শেষ হয়েছে সিরি আ। ২আগস্ট শেষ হয়েছে লিগ। এরপর থেকেই সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে শুরু হবে নতুন মৌসুম। অবশেষে এসেছে কাঙ্ক্ষিত সে ক্ষণ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে সিরিআ। নিশ্চিত করেছে ইতালিয়ান ফেডারেশন। লিগ শুরুর ঘোষণার আগেই অনুশীলন শুরু করে দিয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস, রানার্স-আপ ইন্টার মিলানসহ অন্য ক্লাবগুলো। তাই আনুষ্ঠানিক ঘোষণা আসায় চাঙ্গা ভাব ফিরেছে অনুশীলনে ও।
এদিকে, লিগ শুরুর ঘোষণার দিনে সমর্থকদের সুখবর দিয়েছে এসি মিলান। আরও এক বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি সেরেছেন দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ৬ মাসের চুক্তিতে এ বছর জানুয়ারিতে মিলানে যোগ দিয়েছিলেন ইব্রা। তবে, ক্লাব কর্তারা চাইছেন ৩৮ বছর বয়সী সুইডিশ তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। শেষ পর্যন্ত তাতে সায় দিলেন তিনি।
২০১১ সালের পর বড় কোন আসরে শিরোপা জিততে পারেনি মিলান। ২০১৩-১৪ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়েছিলো ১৮ বারের সিরি আ চ্যাম্পিয়নরা। তাই ইব্রাকে নিয়ে আবারও আশায় বুক বাধছেন সমর্থকরা।
ইব্রার মিলানে থাকার খবরের দিনে সুখবর শুনিয়েছেন নেইমারও। ইউরোপের ফুটবল পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। প্রতিদিনই পত্রিকার পাতা জুড়ে থাকছেন মেসি। এমন অস্থিরতার মাঝে স্বস্তির খবর শুনিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছে নেই বলে গণমাধ্যমে জানিয়েছেন নেইমার। আগামী মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান ২৮ বছর বয়সী এই তারকা।
নেইমার বলেন, এবার ফাইনালে উঠেও সমর্থকদের স্বপ্ন পূরণ করতে পারিনি। তবে, আগামী মৌসুমে আর কোন ভুল করতে চাইনা। পিএসজিতে ভাল আছি আমি। দলবদলের কোন ইচ্ছে নেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ই আমার মূল লক্ষ্য।
২০১৭ সালে রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।