যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের একটি মসজিদের বাইরে জুমার নামাজের সময় এক আফ্রো আমেরিকানের সঙ্গে বেশ কয়েকজন মুসল্লির হাতাহাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, শুক্রবার নামাজ আদায়ের জন্য ব্রঙ্কসের রাস্তায় জড়ো হন মুসল্লিরা। এ সময় ওই আফ্রো আমেরিকান যুবক তার মোটরসাইকেলটি রেখে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় যান। ফিরে এসে দাবি করেন, মোটরসাইকেলে রেখে যাওয়া মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে।
এজন্য মোটরসাইকেলের আশপাশে যারা নামাজ আদায় করতে এসেছিলেন তাদের দোষারোপ করেন ওই কৃষ্ণাঙ্গ যুবক। এ নিয়ে উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে বিষয়টি মীমাংস করে বলে জানা গেছে।
তবে ওই রাস্তায় পুলিশের অনুমতি ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করতে এসেছিলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন