অন্য দেশগুলোর তুলনায় শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি ইতিবাচক। লঙ্কান নাগরিকরা স্বাভাবিক জীবনযাপন করছে। তাই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুব একটা সমস্যা হবে না।
সময় সংবাদকে এমনটাই মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও টাইগারদের এইচপি'র দলের বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে। করোনার প্রভাব কম থাকায় সেখানে চলছে ঘরোয়া ক্রিকেট।
এদিকে, শ্রীলঙ্কান সমর্থক থেকে শুরু করে প্রবাসীরা মুখিয়ে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ উপভোগে।
চাম্পাকা রামানায়েকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম পেস বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। অ্যান্ডি রবার্টসের পর বাংলাদেশের পেস বোলিংয়ের একটা শক্ত ভিত্তি দেয়ার অন্যতম কারিগরদের একজন হলেন চাম্পাকা। লঙ্কান ক্রিকেট কোচের কাছে বিসিবি আবারও শরণাপন্ন হয় দুই বছর আগে।
বর্তমানে হাই পারফরম্যান্স ইউনিট বা এইচপি দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন রামানায়েকে। আফ্রিকার মাটিতে বাংলার যুবারা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ছে। সেই দলের পেসারদেরও তালিম দিয়েছিলেন এই চাম্পাকা। তাই তার অবদান ও মেধার একটা বিশেষ কদর আছে ক্রিকেট বোর্ডে। কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অক্টোবরে টেস্ট সিরিজের মধ্যে। এ খবরে বেশ রোমাঞ্চিত রামানায়েকে। করোনা ভাইরাসের আগ্রাসনে নিজ দেশ শ্রীলঙ্কায় আটকে আছেন ৫ মাস হলো।
লকডাউনের সময় থেকে কলম্বোতে আছেন। স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয়েছিলো শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি সম্পর্কে। আস্বস্ত করার সাথে তিনি জানিয়েছেন গেলো দুই সপ্তাহ হলো শ্রীলঙ্কা চলছে ঘরোয়া ক্রিকেট।
রামানায়েকে বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করবে, খবরটা জানবার পর থেকেই দারুণ লাগছে। এইচপি দলের সাথে এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এখান থেকেই আমার দায়িত্ব শুরু হবে। আবারও একসাথে কাজ করবো। আর আমরা এখানে স্বাভাবিক জীবন যাপন করছি। করোনাভাইরাস খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশ দল এখানে আসলে খুব একটা সমস্যা হবার কথা নয়। কারণ গেলো দুই সপ্তাহ হলো। এখানে ঘরোয়া ক্রিকেট চলছে।'
দ্বীপ দেশ শ্রীলঙ্কার আয়ের অন্যতম উৎস হলো পর্যটন। কিন্তু, করোনার কারণে এই আয়ের পথ বন্ধ দেশটির সরকারের। বাংলাদেশে যখন করোনা প্রতিদিনই প্রায় ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সেখানে গেলো ৬ মাসে পুরো লঙ্কায় আক্রান্তের সংখ্যা ৩ হাজারে পৌঁছায়নি। এমন অবস্থায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবরে রোমাঞ্চিত দেশটির নাগরিক ও প্রবাসীরা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটাও সেরে নিচ্ছে লঙ্কানরা। খেলছে লঙ্গার ভার্সন ম্যাচ।