ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে সিরিজ বোমা হামলা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, তাজ মোহাম্মদ ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মন্টু প্রেসক্লাবের আহ্বায়ক খ.আ.ম. রশিদুল ইসলামসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।