সুশান্তের মৃত্যুর পর রিয়াকে নিয়ে উঠে আসছে নানা তথ্য। দিন পেরলেই যেন চাঞ্চল্যকর তথ্য ঘিরে ফেলছে সবাইকে। সুশান্তকে অজ্ঞান করে, তাঁর সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী! সম্প্রতি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
শুধু এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। রিয়ার বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হতেও সম্মত হয়েছেন বলে জানা গেছে ওই প্রতিবেদনটিতে।
খবরের সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, প্রাক্তন ম্যানেজার শ্রুতি ইডির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সে সময়টাতে সুশান্তের সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। এরই মধ্যেই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের প্যানকার্ড সহ কোম্পানি বেশ কিছু কাগজপত্র। দাবি করা হচ্ছে যে, পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক কালের বেশকিছু সই মিলছে না।
আরো পড়ুনঃ সুশান্তের মৃত্যুর আরো একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে ইডি। এখন পুরো বিষয়টিই ইডির তদন্তাধীন রয়েছে। তবে সুশান্ত মৃত্যুর ঘটনায় সিবিআই, মুম্বাই পুলিশ, নাকি বিহার পুলিশ কে তদন্ত করবে তা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে।
এর আগে, বেরিয়ে আসে রিয়া ছাড়াও সুশান্তের জীবনে আরও একটি নারীর কথা। মূলত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সূত্রে এ তথ্য বেরিয়ে এসেছে। একটি ফ্ল্যাটের জন্য মাসিক কিস্তি জমা দিতেন সুশান্ত আর সেই ফ্ল্যাটেই থাকতেন অন্য একটি নারী, এমনটিই বলেছেন সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া। তবে এই নারী কে সে ব্যাপারে ইডি এখনো সম্পূর্ণ মুখ খোলেনি।
সুত্রঃ zeenews india