ভারতের মহারাষ্ট্রের পুনে'তে অন্তঃসন্ত্বা প্রেমিকাকে গলাটিপে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। শুক্রবার (১৪ আগস্ট) মহারাষ্ট্রের পুনে'র রঞ্জনগাঁও এলাকার কারেগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, অভাব এতোটাই যে গর্ভপাত করানোর মতোও টাকা নেই তাদের। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। শেষে নিজের বান্ধবীকে গলা টিপে হত্যা করে ওই যুবক। তারপর থানায় এসে আত্মসমর্পণও করে ওই প্রেমিক।
রোববার (১৬ আগস্ট) পুলিশ জানায়, ২৭ বছর বয়সী ওই যুবক ঘটনার দিন সকালে থানায় এসে কর্তব্যরত কর্মকর্তার কাছ থেকে কাগজ এবং কলম চায়। এরপর নিজের দোষ স্বীকার করে ফ্ল্যাটের চাবি বের করে টেবিলে রাখে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের তালা খুলে ২৪ বছরের নারীর মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গত চার-পাঁচমাস আগে দু'জনের মধ্যে সম্পর্ক হয়। এরপর তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় তারা। সম্প্রতি মেয়েটি অন্তঃসত্ত্বার খবর ছেলেটিকে জানিয়েছিল। তারপরেই ঘটে এমন ঘটনা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় মামলা করা হয়েছে।