কাতারে বাংলাদেশ এম.এইচ.এম. স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৫ আগষ্ট) কাতারের রাজধানী দোহা আবুহামোড় বাংলাদেশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিনের পরিচালনায় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর মোহাম্মদ আনোয়ার খুরশিদ, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জুলফিকার আজাদ।
এইসময় বক্তারা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে স্কুলে পাঠদানের আহবান জানান।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।