পঞ্চগড়ে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জন। এ পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু ও ৩০৯ জন সুস্থ হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৯ টায় পঞ্চগড়ে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো: ফজলুর রহমান।
জানা গেছে, করোনা শনাক্ত হওয়ার ৭ জনের বাড়িসহ আশের পাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। শনাক্তদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ৩ জন, দেবীগঞ্জের ৩ জন, বোদার ১ জন।
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৭ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ১৫ আগস্ট নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠায়। পরে রোববার রাতে ৭ জনের শরীরের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে তারা সবাই সুস্থ ও বাড়িতে আছেন।