সাতক্ষীরা সড়কে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী-বহনের অভিযোগে তিন বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরো দুইজন মোটরসাইকেল ও একজন ইজিবাইক চালককে জরিমানা করা হয়।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, করোনা প্রতিরোধে সরকার যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী পরিবহন চালানোর নির্দেশনা দিয়েছেন সম্প্রতি গাড়ি চালকেরা অনেকে তা মানছেন না। এতে আবারো করোনা ঝুঁকি বাড়ছে। এমন অভিযোগ পেয়ে শার্শা উপজেলা ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহযোগিতা নিয়ে যশোর বেনাপোল সাতক্ষীরা সড়কের নাভারণ মোড়ে অভিযান চালায়।
এসময় অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে তিনজন বাস চালককে ৭ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় দুই ইজিবাইকও একজন মোটরবাইক চালককে ৭শ’ টাকা জরিমানা করা হয়।