নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে প্রথম দিন অভিযান চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। রোববার (১৬ আগস্ট) এই অভিযানে এক জনের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি, শাজাহানপুর, ঝিগাতলায় এলাকায় ভিন্ন তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এরমধ্যে রাজধানী ধানমন্ডিতে ৭ টি স্থাপনা পরিদশর্ন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল। সেখানে ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় একজনের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি আরো জানানো হয়, রাজধানীর শাজহানপুরে এলাকায় ১২টি স্থাপনা পরিদর্শন করে কোন এডিস মশার লার্ভা পায়নি ভ্রাম্যমান আদালত। এছাড়া আর কোন স্থাপনায় মশার লার্ভা না পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।