চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে ভিন্ন সাজে সেজেছে লিসবন। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকলেও উন্মাদনার কমতি নেই দর্শকদের মাঝে। এছাড়া নিয়ন্ত্রিত সংক্রমণ হারের কারণে পর্তুগালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছে বিভিন্ন পেশাজীবী।
ক্লাব ফুটবলের ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে নেমেছে শীর্ষ আট দল। প্রতীকী ট্রফি ও আসরের প্রচারে লিসবনের রাস্তাগুলোও সেজেছে ভিন্ন সাজে। মেসি, নেইমারসহ অনেক তারকা ফুটবলারদের পদচারণায় কিছুটা হলেও প্রাণচাঞ্চল্য ফিরেছে পর্তুগালে।
করোনা যথেষ্ট নিয়ন্ত্রণে থাকলেও মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের। তাই স্ক্রিনেই খেলা দেখে প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন তারা। তবে আশাবাদী ব্যবসায়ীরাও।
একজন ফুটবল সমর্থক বলেন, মাঠে গিয়ে খেলা দেখতে পারলে তো খুবই ভালো লাগতো। আমরা টিভিতেই খেলা দেখছি। তারপরও এখানে সব মহাতারকারা এসেছে, খেলছে, দেখতে ভালো লাগছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এত বড় আসরের সবগুলো ম্যাচ হচ্ছে এখানে। সবার মধ্যে ফুটবল নিয়ে আলাদা একটা উন্মাদনা কাজ করছে। আমাদের জন্যও বিষয়টি বেশ ভালো। সবাই খেলাধুলার সামগ্রী কিনছে আগ্রহ নিয়ে।
এছাড়াও সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে নভেম্বরে জনপ্রিয় মোটরসাইকেল রেস মোটোজিপির চূড়ান্ত পর্ব, তথ্যপ্রযুক্তির বড় সম্মেলন ওয়েব সামিট পর্তুগালে হবার কথা রয়েছে।