দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, রোববার (১৬ আগস্ট) ভোররাতে জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আব্দুল মালেক আটক করা হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কসিগাড়ী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাদকব্যবসায় জড়িত।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
একই দিন গভীর রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নুরজাহানপুরের ঘোড়াঘাট কারিগরি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৮০৩ বোতল ফেন্সিডিলসহ মো. সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। তার বাড়ি জামালপুর থানার জালিয়াপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।