মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়মিত বেতন, বোনাস ও বকেয়া ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে তারা মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। অনেক সময় ২-৩ মাস পর পর তারা এক মাসের বেতন পান।
এছাড়াও গত প্রায় ১৫ মাস ধরে ওভারটাইমের মজুরি দেওয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ে বেতন-বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।