ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিলের পানিতে ডুবে ফরহাদ নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলায় পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফরহাদ মনিপুর গ্রামের হযরত আলীর ছেলে।
নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে লোক চক্ষুর আড়ালে বিলের পানিতে পড়ে যায়। পরে দুপুরে বাড়ির পাশের বিল থেকে শিশু ফরহাদকে নিথর দেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।
পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফায়েজ শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।