ভারতের জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও ম্যানেজার চেতন চৌহান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ভারতীয় গণমাধ্যম বলছে, জুলাইয়ের শুরুতে করোনায় আক্রান্ত হন তিনি। গেল শুক্রবার (১৪ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় চেতন চৌহানের। খেলেছেন ৪০টি টেস্ট এবং ৭টি ওয়ানডে। সংগ্রহ করেছেন দুই হাজারের বেশি রান। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের সঙ্গে তার জুটিটার জন্য বেশ খ্যাতি পেয়েছেন তিনি। এই দু'জন মিলে টেস্টে ৫৫ এর কাছাকাছি গড়ে সংগ্রহ করেছেন ৩ হাজারের বেশি রান। এরমধ্যে ১১ বার সেঞ্চুরি জুটি গড়েছেন দু'জনে। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়াকে হারানো বিখ্যাত ওভাল টেস্টে দু'জন ওপেনিং জুটিতে সংগ্রহ করেছিলেন ২১৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে কখনো সেঞ্চুরির দেখা পাননি চেতন চৌহান। ক্যারিয়ার সেরা ইনিংস ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রান। তবে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম দাপুটে ব্যাটসম্যান ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭৯ ম্যাচে ১১১৪৩ রান সংগ্রহ করেন চৌহান।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় জড়ান চেতন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে তিনি ছিলেন ভারতীয় দলের ম্যানেজার।
শেষ জীবনে রাজনীতিতেও জড়ান এই ক্রিকেটার। মৃত্যুর আগপর্যন্ত দায়িত্ব পালন করছিলেন উত্তর প্রদেশের মন্ত্রী হিসেবে।