অবশেষে মৌলভীবাজারে উদ্ধার হওয়া আহত বিষাক্ত কালা খরিস সাপটি অবমুক্ত করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (১৬ আগস্ট) দুপুরে সাপটি অবমুক্ত করার পর সেটি বনের গহীনে চলে যায়।
শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর এলাকায় এ ভয়ানক বিষাক্ত সাপটি সকালের দিকে রাস্তার পাশে শুয়েছিল। এমন অবস্থায় পথচারীরা সাপটিকে দেখে লাঠিসোটা নিয়ে মারধর করেন। এতে আহত কালা খরিস নিস্তেজ হয়ে পড়ে।
এ অবস্থা দেখতে পেয়ে দুইজন পথচারী জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে বিষয়টি শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সজল দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালা খরিসটিকে লোকজনদের হাত থেকে উদ্ধার করে তার সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। সজল দেব জানান, সাপটি আঘাতে মারাত্মক আহত হয়। তাকে দুই দিন সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলা হয়। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে বন ও বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি ছেড়ে দেয়া হয়।
তিনি আরও জানান, দুর্লভ প্রজাতির এ বিষাক্ত কালা খরিস সাধারণত গভীর জঙ্গলে বসবাস করে। এটি মাংসাশী প্রাণী। সম্ভবত প্রচণ্ড গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে রাস্তায় বিশ্রাম নিচ্ছিল।