ভ্যাকসিন সরবরাহে চীনের অগ্রাধিকার তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। এছাড়া, বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের জনসংখ্যার ২০ শতাংশ ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া করোনা ভ্যাকসিন পেতে রাশিয়াসহ চারটি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিন আনার ব্যাপারে সার্বিক প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অদৃশ্য ভাইরাস কোভিডের কারণে বিশ্ব পরিস্থিতি বদলে গেছে। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় পৌনে ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুসারে কেবলমাত্র বাংলাদেশেই আক্রান্তের সংখ্যা পৌনে ৩ লাখ আর মারা গেছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে রাশিয়া প্রথম ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দেয়ায় বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। এছাড়া, আবিষ্কারের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত অনেকটা এগিয়ে। বাংলাদেশের জন্য ভ্যাকসিন পেতে এরই মধ্যে রাশিয়াসহ চারটি দেশের সঙ্গে কথা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে জনসংখ্যার বিশ শতাংশ ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করবে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এছাড়া, চীন বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রেখেছে জানিয়ে মন্ত্রী বলেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই চূড়ান্ত করা হবে, ভ্যাকসিন আনার সার্বিক প্রক্রিয়া।
তবে, ভ্যাকসিন আবিষ্কারে বিশ্ব পরিস্থিতি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।