পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর নদী থেকে সৌরভ (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৬ আগস্ট) বিকেলে দেবীগঞ্জের করতোয়ার নদীর টোপকাচারী ঘাট থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মৃত সৌরভ দেবীগঞ্জ উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার (১৫ আগস্ট) বিকেলে সৌরভ সহপাঠীদের নিয়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর আজ রোববার বিকেলে স্থানীয় ও পরিবারের লোকজন কয়েকশ গজ দূরে সৌরভকে ভাসতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নদী থেকে ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।