হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডা মাঞ্জ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এই সিনিয়র অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত হলিউড।
জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
আরও পড়ুন: ক্ষেপেছেন ডিপজল
১৯৬১ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন লিন্ডা মাঞ্জ। মাত্র ১৫ বছর বয়সে বিখ্যাত ‘ডেইস অফ হ্যাভেন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমায় দারুণ অভিনয় করে প্রশংসিত হন তিনি।
এরপর একে একে ‘দ্যা ওয়ানডারস’, ‘আউট অফ ব্লু’, ‘দ্যা স্নো কুইন’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন এই গুণী অভিনেত্রী। ১৯৮৫ সালে ববি গুথ্রিকে বিয়ে করেন লিন্ডা। সেই থেকে তাকে অনেকে লিন্ডা গ্রুথ্রি নামেও ডাকেন। তাদের সংসারে তিনজন সন্তান।