দিনের শুরু থেকেই ঢাকার আকাশে বৃষ্টির আগমন। কখনও হালকা কখনোবা একটু জোরেশোরে এভাবেই চলছে বৃষ্টি ধারা। অবসরে আকাশ মেঘলা থাকছে, আবার তীব্র তেজে রোদ, পরক্ষণেই ফের বৃষ্টির আগমন। থেমে থেমে রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীতে হচ্ছে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের পরও বৃষ্টি হচ্ছে। সেই তথ্য পাওয়া যাবে সন্ধ্যায়।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া থেমে থেমে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে যা চলমান থাকবে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।