নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীনুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবলীগ আহবায়ক দিলনেওয়াজ খান। রোববার (১৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর শহরের মর্তুজা ইনস্টিটিউটে উপজেলা যুবলীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলনেওয়াজ খান অভিযোগ করে বলেন, 'সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ একটি অনলাইন পত্রিকায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন আমার বাবা নাঈম খানের বিরুদ্ধে পার্বতীপুর ও সৈয়দপুরে শত শত হত্যা, ধর্ষণ ও অগ্নি সংযোগে জড়িত থাকার মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করে আমার মরহুম পিতাসহ আমাকে এবং আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন।'
তিনি দাবি করে বলেন,'আমার বাবা নাইম খান মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোন প্রকার অপরাধের সাথে জড়িত ছিলেন না। এমনকি স্থানীয় ও জাতীয়ভাবে প্রকাশিত রাজাকারের তালিকায় নাইম উদ্দিন কাজী নামে এক জনের নাম তালিকা ভুক্ত রয়েছে। উক্ত নাইম উদ্দিন কাজীর নামের সাথে আমার বাবা নাইম খানের নাম মিলিয়ে আমার মৃত বাবাকে কলঙ্কিত করছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিন হক। এমনকি আমাকে একজন কুখ্যাত খুনি, যুদ্ধাপরাধী এবং রাজাকারের সন্তান আখ্যায়িত করে আমার বিরুদ্ধে চাঁদাবাজ, দখলদার, মাদককারবারীর মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমার বহিষ্কারের দাবি জানিয়ে গত ৮ জুলাই যুবলীগ চেয়ারম্যান বরাবরে আবেদন করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোস্তফা ফিরোজসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।