নেত্রকোনার সদর উপজেলার কাইলাটির একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া শিশুটিকে নিতে এ পর্যন্ত পাঁচটি আবেদন পড়েছে সমাজসেবা কার্যালয়ে। ৯৯৯ এ কল পেয়ে মডেল থানার পুলিশের মাধ্যমে উদ্ধারের পর গত সাতদিন ধরে শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে, অজ্ঞাত নবজাতকটিকে নিতে নিঃসন্তান দম্পতিরা সদর উপজেলার মাধ্যমে সমাজসেবা বরাবর আবেদন করে গেলেও এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ফেলে রাখা শিশুটিকে প্রতিনিয়ত পরম মমতায় সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের নার্সরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রবিবার দুপেরে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশে রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তির কলা বাগানে শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাতনামা শিশুটিকে উদ্ধার করে। তখন থেকেই উদ্ধারকৃত নবজাতকটি (মেয়ে বাচ্চা) বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে।