মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পাঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে পুলিশ লাইন মুন হলে পুলিশ সদস্যদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান। জেলা পুলিশের সকল কর্মকর্তাসহ জেলার প্রতিটি থানার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা।