রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় বগুড়ায় ছয় জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়াও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯৮ জন। তবে রাজশাহীতে ৪ হাজার ১৭ জন করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৪৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ২১৩ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৯ জন, নওগাঁয় ২৪ জন, জয়পুরহাটে ২০ জন, বগুড়ায় ৬৮ জন ও সিরাজগঞ্জে ১৬ জন।
তবে নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানান তিনি।
তিনি আরো জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৭৪২ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৮৮ জন, নওগাঁয় ১ হাজার ৫২ জন, নাটোরে ৬৬৭ জন, জয়পুরহাটে ৮৫৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৭২৭ জন ও পাবনায় ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২১৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুই জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১৩১ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয় জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ হাজার ২১৩ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৩২৬, চাঁপাইনবাবগঞ্জে ৩৭২ জন, নওগাঁয় ৯১৯ জন, নাটোরে ২৯২ জন, জয়পুরহাট ২১৪ জন, বগুড়ায় ৪ হাজার ৫৪৬ জন, সিরাজগঞ্জ ৮১৩ জন ও পাবনায় ৭৩১ জন।