প্রতিদিন ৫ লাখ টাকার জাল নোট ছড়িয়ে দেয়া হতো মফস্বল শহরগুলোতে। নিত্যপণ্য কেনার আড়ালে দোকানিরা গ্রাহকের কাছে গছিয়ে দিতো এই নকল নোট। নগদ ৭০ লাখ জাল টাকাসহ ৫ জনকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়ে জাল টাকার মেশিন সহ কয়েক লাখ টাকার উপকরণ জব্দ করে পুলিশ।
নির্ধারিত পেপারে প্রথমে নিরাপত্তা সুতা এবং পরে তা চলে যায় তাদেরই তৈরী প্রিন্টিং প্রেসে। সেখানেই সংক্রিয় মেশিনে বানানো হচ্ছে লাখ লাখ জাল টাকা। রাজধানীর নয়া পল্টনে ভাড়া বাসায় পাঁচজনের একটি চক্র ছয় মাস ধরে জালটাকার কারবারের সঙ্গে জড়িত।
এই গ্রুপের প্রধান আরিফ তার নেতৃত্বেই পুরো অপরাধ সংঘটিত হয়ে আসছিল। চক্রের নারী সদস্যের কাজ ছিলো মেশিন থেকে জাল টাকা বের হবার পর কাটার কাজ করা। প্রতিদিন গড়ে পাঁচ লাখ টাকার জাল নোট তৈরি হতো এখানে। ১০ হাজার টাকার বিনিময়ে নির্ধারিত সদস্য দিয়ে পৌঁছে দেয়া হয় রাজধানী ঢাকা সহ মফস্বল শহরে। সেখানে নির্দিষ্ট দোকানদার তাদের এজেন্ট হয়ে কাজ করে।
এই ঘটনায় জাল টাকার উপকরণ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুরো চক্র ধরতে চেষ্টা চলছে।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, এই কাজগুলো খুব সুক্ষ্ম কাজ। এই সুক্ষ্ম কাজগুলো করতে অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। পূর্বে এদের নামে একাধিক মামলা রয়েছে।
চক্রের সবাই আগে পল্টনে প্রিন্টিং কাজের সাথে জড়িত ছিল।