ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা চাপায় ওয়ালিদ মিয়া নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ পৌরসভার সরকারপাড়া এলাকার প্রবাস ফেরত সোহেল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ আগে প্রবাস ফেরত সোহেল মিয়া পরিবার নিয়ে শহরের সরকারপাড়া থেকে ঈদ করার জন্য পরিবার নিয়ে গ্রামের বাড়ি মুহাম্মদপুর গিয়েছিলেন। আজ বিকেলে তার শিশু সন্তান বর্ষার পানিতে মাছধরা দেখার জন্য মুহাম্মদপুর গ্রামের খোরশেদ ফকিরের বাড়ির সামনের একটি রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ইজিবাইক শিশু ওয়ালিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রস্তুতি নেয়ার সময় সেখানে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পর শিশুটি মারা যায়। চিকিৎসক জানান, শিশুটির মাথায় আঘাত গুরুতর হওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।