পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর রেহেনা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের নুরু বাজার এলাকায় খরখরিয়া নামক নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু রেহানা আক্তার ওই এলাকার আব্দুর রউফের মেয়ে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বুধবার (০৫ আগস্ট) দুপুরে রেহানা বাড়ির পাশে খরখরিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নদীর কয়েকশ গজ দূরে শিশুটিকে ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন সময় নিউজকে জানান, বুধবার (৫ আগস্ট) রেহানা বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।