যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির কোনো উন্নতি নেই। এরইমধ্যে পুড়ে গেছে ২০ হাজার একরের বেশি বনাঞ্চল। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন কয়েক হাজার দমকলকর্মী। ঝুঁকিপূর্ণ অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
জ্বলছেই ক্যালিফোর্নিয়ার চেরি ভ্যালি বনাঞ্চল। প্রতিনিয়ত পুড়ছে শত শত একর বনভূমি। রোববার পর্যন্ত পুড়েছে ২০ হাজারের বেশি একর বনাঞ্চল।
আগুন নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি দমকলকর্মীর পাশাপাশি অগ্নি নির্বাপক বিমান, হেলিকপ্টার কাজ করে যাচ্ছে। তীব্র দাবদাহের কারণে আগুন বাড়ায় চলমান অবস্থা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় ঝুঁকিপূর্ণ অঞ্চলে এখনও অবস্থান করা জনসাধারণকে দ্রুত বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একইসঙ্গে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরপরও অনেকেই বাড়িতেই অবস্থান করছেন।
তারা বলেন, আগুনের তীব্রতা বাড়ছেই। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। আমরা এখানেই নিরাপদে থাকতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন অন্য জায়গায় যেতে পারি।
দেশটির জাতীয় দমকল বিভাগ জানায়, চলতি বছর এখন পর্যন্ত ৩৮ বার বনাঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় পুড়ে গেছে প্রায় ২ লাখ একর বনাঞ্চল।