Somoynews.TV Logo
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
কামরুল হাসান সবুজ
আপডেট
০১-০৮-২০২০, ২১:২৯

করোনায় চার ধাতুর দাপট

করোনায় চার ধাতুর দাপট
করোনাকালে যখন আমদানি-রপ্তানি, উৎপাদন-সরবরাহ সবখাতেই স্থবিরতা, মন্দার মুখে বিনিয়োগ। তখন চড়চড় করে বাড়ছে সোনা-রূপাসহ বিভিন্ন ধাতুর দাম। বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে এই মহামারির মধ্যেও নিজেদের দিকে খুব বড় আকারে বিনিয়োগকারীদের টানছে এসব ধাতু। এতেই বাজারে চাহিদার বিপরীতে দাম বৃদ্ধির রেকর্ড করছে সোনা-রূপা, প্লাটিনাম-প্যালাডিয়াম। 

সোনা: 
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, করোনাকালে ২০ মার্চ প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১৪৮৪ ডলারে। চলতি বছরে সোনার এই দামই ছিল সর্বনিম্ন। এর থেকেই বড় উত্থান আর ছোট পতনের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের আকর্ষণ করে মন্দাকালে বাজার দখলে নিতে শুরু করে ধাতুটি। এর ঠিক এক মাস পরে ২০ এপ্রিল প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১৬৯১.৪৫ ডলারে। অর্থাৎ একমাসের ব্যবধানে আউন্স প্রতি দাম বাড়ে ২০৭.৪৫ ডলার। আর ২০ মে-তে ১৭৪৬.৩১ ডলারে উঠে সোনা।

এরপর থেকে প্রায় প্রতিদিনই ওঠানামার মধ্য দিয়ে হাত বদল হতে থাকা সোনা ২২ জুনে বিক্রি হয় ১৭৫৫.৬১ ডলারে। মোটামুটি উর্ধমুখী প্রবণতায় ২০ জুলাই এসে বিক্রি হয় ১৮১৭.৩০ ডলারে। আর লাগাতার বাড়তে থাকা প্রতি আউন্স সোনা ৩১ জুলাই ইতিহাসের সর্বোচ্চ দাম ১৯৭৪ ডলারে হাত বদল হয়। করোনা মহামারির মধ্যে প্রায় সাড়ে তিন মাসে আভিজাত্যের প্রতীক এই ধাতুর দাম বেড়েছে ৪৯০ ডলার।  

রূপা: 
সোনার পাশাপাশি রূপাও দাম বেড়েছে করোনাকালে। সাড়ে তিন মাসে এই ধাতুর দাম বেড়ে হয়েছে দ্বিগুনের বেশি। পরিসংখ্যান বলছে, চলতি বছরে রূপার সবচেয়ে কম দাম ছিল ১৮ মার্চ। এদিন প্রতি আউন্স কেনাবেচা হয় ১১.৭৪ ডলারে। একমাস পর ২০ এপ্রিল দাম উঠে ১৫.২৬ ডলারে। ২০ মে-তে রূপা দাঁড়ায় ১৭.৫০ ডলারে। দাম বেড়ে ২২ জুন ১৭.৫৬ ডলারে বিক্রি হয় এই ধাতুটি। ২২ জুলাই ২২.৯৮ ডলার আর ২৭ জুলাই প্রতি আউন্স রূপা বিনিয়োগকারীদের হাতে যায় ২৪.৭৩ ডলারে। গেল পাঁচ বছরের মধ্যেই এটিই আলঙ্কারিক ধাতু রূপার সর্বোচ্চ দাম। 

প্লাটিনাম: 
সাদা রংয়ের মূল্যবান ধাতু। এটি দুষ্প্রাপ্য ধাতু বটেও। দীর্ঘ দিনের ব্যবহারেও প্লাটিনামের ক্ষয় প্রায় হয় না বললেই চলে। ফলে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এর কদর রয়েছে অনেকটা। তবে, এর ব্যবহারে কারিগড়দের অনেক দক্ষ হতে হয়। গত ২০ মার্চ বিশ্ববাজারে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয় ৫৮৯.১১ ডলারে। চলতি বছরের মধ্যে এটি প্লাটিনামের সবচেয়ে কম দাম। দাম বেড়ে একমাস পর ২০ এপ্রিলে ধাতুটির দাম ৭৬৭.৫ ডলার। দামের উর্ধমুখী প্রবণতা ধরে রেখে ২০ মে-তে প্রতি আউন্স এই ধাতুর দাম উঠে ৮২৩.৮১ ডলার।

২২ জুনে ৮২৯.২৭ ডলার আর ২২ জুলাই প্রতি আউন্সের দাম পড়ে ৮৫৪.৩৮ ডলার। চলতি বছরের সর্বোচ্চ দাম উঠে ২৭ জুলাই। সেদিন প্রতি আউন্স এই ধাতুটি বিক্রি ৯৬২.৮৫ ডলারে। উর্ধ্বমুখী প্রবণতায় বাজার ধরে রাখার ঈঙ্গিত দিয়েছে ধাতুটি। অর্থাৎ গেল সাড়ে তিন মাসে এর দাম বেড়েছে ৩৭৩.৭৪ ডলার।    

প্যালাডিয়াম: 
গাড়ির একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ 'ক্যাটালিটিক কনভার্টার' তৈরিতে বাণিজ্যিকভাবে ব্যবহার হয়। প্যালেডিয়ামের ৮০ শতাংশের বেশি এই যন্ত্রে ব্যবহার করা হয়। যা কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডকে কম ক্ষতিকর নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পে রূপান্তরিত করে। সম্প্রতি এই ধাতুর দাম বেড়ে যাওয়ায় গাড়ির ক্যাটালিটিক কনভার্টার চুরির ঘটনাই বেড়ে গেছে। এটিও দেখতে সাদা চকচকে ধাতু। 

বাজার বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের ১৬ মার্চ সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে প্যালাডিয়াম। সেদিন প্রতি আউন্স এই ধাতুর ছিল ১৫৩৫.৬৭ ডলার। এক মাসের ব্যবধানে ৬৮৭.৬৭ ডলার বেড়ে ১৬ এপ্রিলে এসে ২২২২.৭৪ ডলার ছঁয়ে ফেলে দাম। এরপর আবার বাজার চাহিদা কমতে থাকে। নিম্নমুখী প্রবণতায় ২০ মে-তে দাম নেমে যায় ২০৯৫.৮২ ডলারে। পরের মাসে দাম কমতির দিকে থাকে। ২২ জুন ১৯৫০.২৫ ডলারে বেচাকেনা হয় প্রতি আউন্স প্যালাডিয়াম। এর পর থেকে আবার বাড়তে দাম।

২৭ জুলাই প্রতি আউন্স প্যালাডিয়াম হাত বদল হয় ২৩৩৩.১৮ ডলারে। এই ধাতুটিও বাজারে লাগাতার বিনিয়োগকারীদের টানছে। মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে সাদা এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৮শ' ডলার (৭৯৭.৫১)। তবে, করোনার প্রকোপ শুরুর দিকে গেল ফেব্রুয়ারিতে (৩ ফেব্রুয়ারি) এ যাবতকালের সর্বোচ্চ দাম ২৬১০.১১ ডলার উঠেছিল প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম।DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
করোনা ভাইরাস লাইভ আপডেট
আক্রান্ত চিকিৎসাধীন সুস্থ মৃত্যু
২৬০৫০৭ ১১০০৭০ ১৫০৪৩৭ ৩৪৩৮
বিস্তারিত
বাফুফের অব্যবস্থাপনার জন্যই করোনা আক্রান্ত হয়েছেন ফুটবলাররা সিনহার মৃত্যু: সব সত্য জানাবেন শিপ্রা-সিফাত করোনার মধ্যেই রাশিয়ায় ভিন্নধর্মী নৌকাবাইচ স্বাস্থ্যবিধি মেনে বসনিয়ায় হলো ডাইভিং কম ঘুমালে হতে পারে স্ট্রোক ঘরোয়া ক্রিকেটারদের দুঃসংবাদ দিলেন দুর্জয় লেবানন সরকারের পদত্যাগ য়্যুভেন্তাসের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' রোনালদো বঙ্গবন্ধু ছিলেন বিশ্বনেতা: তথ্যমন্ত্রী আলু না খাওয়ায় পিটিয়ে স্বামীর হাড় ভাঙলেন স্ত্রী! করোনায় আক্রান্ত হলেন সেই ‘ক্যানভাসার ম্যাজিস্ট্রেট’ মেজর সিনহার সঙ্গে কোনো রকম পরিচয় নেই: ইলিয়াস কোবরা উমর আকমলের শাস্তি কমুক, চায় না খোদ পিসিবিই! লেবাননে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল দুবাইয়ে বাণিজ্যিক ভবনে আবারও ভয়াবহ আগুন (ভিডিও) বন্ধ হচ্ছে করোনা বুলেটিন ভারতের ওপর দিয়ে নেপালকে ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যেতে চায় বাংলাদেশ ‘রাতেই পদত্যাগ’ করছে লেবানন সরকার ব্র্যান্ডপ্রেমীদের জন্য দারাজ আবারো নিয়ে এলো দারাজ মল ফেস্ট -২০২০ আসামি আনোয়ার অথচ আত্মসমর্পণ করলেন হানিফ! বাসর শেষেই ঝুলন্ত লাশ নববধূর! সিফাতকে নিয়ে যাওয়া হয় নম্বরবিহীন গাড়িতে (ভিডিও) ক্যারিয়ারের ১৪ বছর পূর্তিতে সাকিবের খোলা চিঠি ‘ট্রাম্পের ভয়ে’ নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক থেকে অবৈধ খামার উচ্ছেদ পুলিশে সংস্কার দাবি রাওয়ার ৯৯৯-এর কলে উদ্ধার হওয়া নবজাতক নিবিড় পর্যবেক্ষণে শিপ্রা ও সিফাতের পাশে দাঁড়িয়েছে র‌্যাব জেরুজালেম ইসরাইলের রাজধানী নয়: ইতালি আদালতের রায় যেখানে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ ক্রিকেট বৈরুতের মতো হুদাইদা বন্দরে বিস্ফোরণের আশঙ্কা হাউথির বার্সায় দুঃসংবাদ, অনিশ্চিত মেসি করোনা পরীক্ষায় ‘সরকারি ফি’ মানছে না ইউনাইটেড হসপাতাল ১০ শর্তে দেশে চালু হচ্ছে খেলাধুলা মার্কিন আদালতে বিন সালমানসহ সৌদি’র ১২ কর্মকর্তকে তলব কিশোরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু, আহত ২ এবার শিশুদের ক্লাস হবে রেডিওতে সিনহা হত্যাকাণ্ড : ৪ আসামির আরো ১০ দিনের রিমান্ড চায় র‌্যাব ঘরে বসেই ব্যাংকিং, পাওয়া যাচ্ছে ঋণ কুমিল্লায় গার্মেন্টকর্মী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইন্টারনেট সমস্যার ঘটনায় ২ জন গ্রেফতার এক লাখে ‘বিদ্যা সিনহা মিম’ র‌্যাব ম্যাজিস্ট্রেট সারওয়ারের আল্টিমেটাম ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু ভয়াবহ বোমায় কেঁপে উঠল পাকিস্তান, নিহত ৬ পুরনো পণ্য নতুন প্যাকেটে, ২ লাখ টাকা জরিমানা হাফেজি শিক্ষার্থী বলাৎকারে যুবক গ্রেফতার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের অবস্থান জানালেন কাদের জ্বর কেমন হলে বুঝবেন করোনার লক্ষণ শাহরুখ-গৌরীর অফিসে আইসিইউ সেন্টার, চিকিৎসা পাবেন কারা? নড়াইলে এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন আবারো বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, কারচুপির অভিযোগ নদীর ইলিশ চিনবেন যেভাবে ১১’র মধ্যে ৯ বারই সেরা মেসি, ‘শূন্য’ রোনালদো! দ্বিগুণ হচ্ছে সিলেট সিটির আয়তন দুই বড় কর্মকর্তার ছায়ায় বহাল তবিয়তে ছিলেন প্রদীপ! ইতালিতে বাংলাদেশিদের কারখানায় ব্যাপক ক্ষতি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নাটাবের মতবিনিময় আদালতে মিন্নি মোংলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মাস্ক পরা নিশ্চিতে নামছে ভ্রাম্যমাণ আদালত লেবানন বিস্ফোরণ: নিহত বেড়ে ২২০, বহু মানুষের হদিস নেই সিরাজগঞ্জে ত্রাণের ১৮ বস্তা চাল উদ্ধার, জরিমানা খাগড়াছড়িতে ইমামদের নিয়ে মতবিনিময় মেঘনায় বালু উত্তোলন, ভাঙনে বিলীন শতশত বাড়িঘর ট্রাম্পের ১৫০ বার বলা মিথ্যা ধরিয়ে দিলেন সাংবাদিক, অতঃপর... ছোলার ওপর ১ মিনিটে রবীন্দ্রনাথের ছবি একে বিশ্বরেকর্ড লেবানন সঙ্কট: তিন মন্ত্রীসহ ৯ আইনপ্রণেতার পদত্যাগ নোয়াখালীতে করোনাজয়ী ৩৩ পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক বরণ চিরনিদ্রায় শায়িত বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী সুন্দরবনে জেলেদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলা ইউরোপার নকআউটে মুখোমুখি ম্যানইউ-কোপেনহেগেন, ইন্টার-লেভারকুসেন অধিকাংশই খেলাপি, চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ দিতে পারছে না ব্যাংকগুলো ‘শিশুদের আত্মপ্রত্যয়ী ও মননশীল করে গড়ে তুলতে হবে’ দেড় মাস পর লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট অবসর নিচ্ছেন অ্যান্ডারসন? বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা দেয়া শুরু গাইবান্ধায় অক্সিজেন খুলে ফেলায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি 'স্যার আমি খুব অসুস্থ, রিমান্ডটা একটু কনসিডার করেন' মায়ের জন্য ‘বয়ফ্রেন্ড’ খুঁজছেন থেরনের মেয়ে করোনাকালে বাংলালিংকের জমজমাট ডেটা ব্যবসা হংকং-এ বিতর্কিত নিরাপত্তা আইনে জিমি লাই গ্রেফতার বিশ্বের সবচেয়ে দামি মাস্ক এটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত আইপিএলের অবসরে গিটার বাজাও, তাস খেলো: ব্রেট লি মঙ্গলবার গ্যাস থাকবে না যে সব এলাকায় বাবা হারালেন সংগীতশিল্পী ন্যানসি নাইজারে ৬ ফরাসিসহ ৮ জনকে গুলি করে হত্যা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন মাদ্রাসার বিরুদ্ধে নাস্তা বাবদ ৯০ হাজার টাকা নেয়ার অভিযোগ শিক্ষার্থীদের দেশে হঠাৎ বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত ইংলিশদের বিপক্ষে এখনো সিরিজ জয় সম্ভব: ইনজামাম সংবাদ সম্মেলনে সিনহাকে নিয়ে যা বললেন তার মা মিনতি করেও ছাড় পেলেন না, ৭ দিনের রিমান্ডে সাহেদ মাস্ক পরাতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রণব মুখার্জির করোনা শনাক্ত উন্মুক্ত তার অপসারণের ঘোষণা তাপসের
আরও সংবাদ...
‘সুশান্তের আত্মার’ সঙ্গে কথোপকথন ও ভিডিও রেকর্ড: দাবি গবেষকের (ভিডিও) ইসরাইলে শুক্রাণু বিক্রির হিড়িক তরুণদের ১১ হাজার ছবিকে হারিয়ে প্রথম হলেন বাংলাদেশি আলোকচিত্রী এবার দেশেই তৈরি প্রাইভেটকার! পৃথিবীর সর্ববৃহৎ নিরাপত্তা বাহিনী বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারকে সামরিক সাহায্য দিচ্ছে ভারত! লকডাউনে স্বামীকে কাছে না পেয়ে স্ত্রীর আত্মহত্যা শুধু চুল পাকা রোধ নয়, নতুন চুল গজাবে পরীক্ষা ছাড়াই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাসের সিদ্ধান্ত! বিয়ে ছাড়া সন্তান জন্মদানে শীর্ষ চার দেশ বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন এবার বিশ্বজুড়ে কোরবানি একইদিনে হতে পারে দেশে পরীক্ষা ছাড়াই স্কুল-কলেজে পাসের ঘোষণা আসতে পারে হিরো আলমের আপত্তিকর ভিডিও ফাঁস ভারতের ইটের জবাব পাথরে দিল বাংলাদেশ পুরুষ সংকটে ইউরোপের ৬ দেশ! করোনা আক্রান্ত বাংলাদেশীদের তাড়াতে ইতালিতে বিক্ষোভ গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! এক হত্যাকাণ্ডে দুই মেধাবীকে হারালো পৃথিবী তাহসান-মিমের ‘হঠাৎ বিয়ে’ মরদেহের সঙ্গে ছবি তুলে ব্যবসা করেন জায়েদ খান: পপি সাবেক স্ত্রীকে নিয়ে প্রোপাগান্ডা, মামলা করবেন অপূর্ব সামরিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম দেশ সবচেয়ে কম সামরিক শক্তির ১০ দেশ ইতালিতে বাংলাদেশিদের আজীবন নিষিদ্ধের দাবি কট্টরপন্থীদের দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক ঘাঁটি হচ্ছে নোয়াখালির এই দ্বীপে আরো ৩ স্যাটেলাইটের মালিক হচ্ছে বাংলাদেশ জনপ্রিয় চিত্রনায়ক এখন কাপড়ের ব্যবসায়ী ছাত্রকে ধর্ষণ করে ভিডিও করলেন শিক্ষিকা! মালয়েশিয়ার সঙ্গে বিরোধে জড়াবে না বাংলাদেশ মায়ের সঙ্গে আছেন সুশান্ত, আত্মার সঙ্গে কথোপকথনে গবেষকের দাবি (ভিডিও) মেসেঞ্জারে ঢুকতে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে জামালপুরের আকাশে উড়ছে নৌকা (ভিডিও) বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা! ‘ডিম আগে নাকি মুরগি’ সমাধান দিলেন গবেষকরা কোরবানির জন্য শাকিবের কাছে টাকা চাইলেন অপু বিশ্বাস! শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেয়ার উদ্যোগ ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়! পাকিস্তানের ১৭০টি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছিল ভারত! কাঠগড়ায় কেঁদে কেঁদে শাহেদ বললেন, ‘আমি করোনায় আক্রান্ত’ ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই, ডিপজলকে ওমর সানী সুশান্ত আত্মহত্যা করেছে আমার মত অবস্থার কারণেই: হিরো আলম সালমান শাহের সেই গাড়িটি ছিল সামিরার! ভারতের আকাশে এলিয়েন! (ভিডিও) আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল পুলিশ (ভিডিও) শাহেদকে পিটুনির ভিডিও ভাইরাল করোনায় বাংলাদেশে নতুন রোগ শনাক্ত ধেয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়! কলেজে ভর্তি শুরুর সিদ্ধান্ত
আরও সংবাদ...

মেনে চলি

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  Live TVEnglish DMCA.com Protection Status
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
উপরে