স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এখনই ক্রিকেটারদের দলীয় অনুশীলনে ফেরাচ্ছে না ক্রিকেট বোর্ড। বরং ঈদের পর আরো বেশ কিছুদিন ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিকে, সপ্তাহ দুইয়ের মধ্যেই জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
করোনার আগ্রাসনের মধ্যে মাঠে ফিরেছে ক্রিকেটাররা। দেশের ৪ ভেন্যুতে এ পর্যন্ত ১৪ ক্রিকেটার গেলো ১০ দিন ব্যক্তিগত অনুশীলন করেছেন। প্রাথমিক অবস্থায় ক্রিকেটারদের এই ব্যক্তিগত অনুশীলন বিসিবির জন্য খুলেছে নতুন সম্ভাবনার দিগন্ত। ক্রিকেটারদের এই ব্যক্তিগত অনুশীলন করোনার প্রভাবে ধীরে চলো নীতিতে থাকা বিসিবিকে একটা সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে ফেরানোর ব্যাপারে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ছায়া সঙ্গী হয়ে থাকা ট্রেনারও জানিয়েছিলেন ক্রিকেট বোর্ড চাইলে ঈদের পর পুরো দলকে ফেরাতে পারে অনুশীলনের মঞ্চে। আরো সময় চাইলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।
আকরাম খান বলেন, 'ঈদের পরও আলাদা আলাদা অনুশীলনের ব্যবস্থা থাকবে। আমরা কোন ঝুঁকি নিতে চাই না। পরিস্থিতি বিবেচনা করে দলীয় অনুশীলনের সিদ্ধান্ত আসবে।'
করোনার প্রতাপে লকডাউনে বাংলাদেশের ক্রিকেট প্রায় ৫ মাস হলো। ১১৭ দিন পর ইংল্যান্ড-উইন্ডিজ ফিরেছে খেলায়। অন্যদেশগুলোও ফেরার প্রস্তুতি সেরে ফেলেছে। সময় নিয়ে হলেও, বিসিবি চাইছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। তবে, সেটা দেশের মাটিতে নয়। শ্রীলঙ্কায় সফরে যাবে বাংলাদেশ। আলোচনা চলছে। এখন শুধু সিরিজ আর ফরমেট চূড়ান্ত করার অপেক্ষা।
এ ব্যাপারে তিনি বলেন, 'শ্রীলঙ্কা সফরের ব্যাপারে কথা চলছে তাদের সঙ্গে। ছয়-সাতদিনের মধ্যে আমরা জানতে পারবো। গেল কয়েকমাস ধরে খেলা বন্ধ আমাদের। তাই চেষ্টা করবো যতো বেশি ম্যাচ রাখা যায়।'
জানা গেছে, সেপ্টেম্বরে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ মাঠ গড়ানোর পরিকল্পনা থাকলেও, লঙ্কান বোর্ড চাইছে অক্টোবরে হোক সিরিজটি। কারণ ঐ সময়ে লঙ্কানদের ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি আসর চলবে।
কোন ওয়ানডে নয়। শ্রীলঙ্কাকে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।