সিরিআ'য় বড় জয় পেয়েছে এসি মিলান। সাম্পদোরিয়া'কে ৪-১ গোলে হারিয়েছে রসোনেরিরা। ৩৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। এদিকে, আরেক ম্যাচে, রোমার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে তুরিনো।
মৌসুমটা খুব একটা ভাল কাটেনি এসি মিলানের। চ্যাম্পিয়ন্স লিগের আশা শেষ হয়েছে আগেই। লিগে শেষের ম্যাচ গুলোতে অন্তত জয় দিয়ে রাঙ্গাতে চায় রসোনেরিরা। এতে কিছুটা হলেও স্বস্তি পাবে সমর্থকরা। প্রতিপক্ষ সাম্পদোরিয়ার মাঠে তাই শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে মিলান।
মাত্র চার মিনিটেই স্বাগতিক সমর্থকদের হৃদয়ে পেরেক ঠুকে দেন অভিজ্ঞ ইব্রাহিমোভিচ। রেবিচের সহায়তায় গোল করে দলকে ১-০ তে লিড উপহার দেন এই সুইডিশ স্ট্রাইকার। এরপর কিছুটা অপেক্ষা করতে হয়েছে মিলানকে। কারণ ফরোয়ার্ডদের জোরালো আক্রমণগুলো দৃড়তার সঙ্গে রুখে দেন সাম্পদোরিয়া গোলরক্ষক। অবশেষে ৫২ মিনিটে তুরস্কের তারকা হাকান ম্যাজিকে ব্যবধান ২-০ তে নিয়ে যায় স্টেফানো পি ওলির দল।
৬ মিনিট পরআবারো ইব্রা যাদু। এবার তার দূরন্ত যাত্রায় কান্ডারী হয়ে আসেন সে ই হাকান। ৮৭ মিনিটে স্বাগতিক সমর্থকদের প্রাণে একটু স্বস্তি ফেরান আসকিলডসন। তার গোলে ব্যবধান ৩-১ করে সাম্পদোরিয়া। কিন্তু তিন মিনিট পর মিলানের হয়ে চতুর্থ গোল করেন রাফায়েল। আর তাতে ই ৪-১ গোলের বড় জয় পায় রসোনেরিরা।
আরেক ম্যাচে, তুরিনোর মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয় রোমা। ১৪ মিনিটেই দ্য ইয়েলো অ্যান্ড রেডসকে বড় ধাক্কা দেয় অ্যালেক্স। ১-০ তে এগিয়ে যায় তুরিনো। ১৬ মিনিটে সমতা ফেরান দলের তারকা ফুটবলার এডিন জেকো। ২৩ মিনিটে তা আরো লম্বা করেন স্মলিং।
লিড নিয়ে প্রতিপক্ষকে আরো চেপে ধরে রোমা। ৬১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন দিওয়ারা। তিন মিনিট পর সিঙ্গো তুরিনোর হয়ে দ্বিতীয় গোল করলে ও তা দলের হার এড়ায়নি। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা।