এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। খানিকটা ক্ষুব্ধ হয়ে ফেসবুকে লিখলেন, ‘সব কটা বেয়াদবকে একসঙ্গে সাইজ করব এবার। কথা দিলাম।’
ফারিয়া সামাজিক যোগাযেগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মানুষ মাঝে মাঝে আমার ব্যাকগ্রাউন্ড ভুলে যায়। আমি বস্তি থেকে উঠে এসে মিডিয়াতে কাজ শুরু করিনি। এটা ভুলে যাওয়ার কারণ আমার অতিরিক্ত বিনয়! আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়ত সারা দিন অনেক ভাব নিত, আজারা ঢং দেখাত। সবাইকে দৌড়ের ওপর রাখত, যেটা আমি কোনো দিনই করিনি। আমি সবসময় সাদামাটা, কোনো ডিমান্ড করি না। অনেক হয়েছে, এখন তারা মাথায় ডুগডুগি বাজানো শুরু করেছে। এখন আমার নিজেকে দেখানোর সময় হয়েছে। বিনয়কে কবর দিয়ে দিলাম। সব কটা বেয়াদবকে একসঙ্গে সাইজ করব এবার। কথা দিলাম।’
বিষয়টি জানতে ফারিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ট্রা করলে তার ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে বেশ পরিচিত লাভ করেন এই মডেল কন্যা।
ফারিয়া এরইমধ্যে অভিনয়ের বিরতি দিয়ে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে পড়াশোনা করতে যান তিনি। সেখানে তিনি পড়াশুনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন। পড়াকালীন অবশ্য ছুটিতে এসে কাজ করেছিলেন ছোট পর্দার।
এদিকে ঈদুল আজহায় কয়েকটি নাটকে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।