ফেনীর ছাগলনাইয়ায় ভারত সীমান্ত থেকে ইউনিয়ন পরিষদের-ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি জানায় বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার ভারত সীমান্তবর্তী শুভপুর পুরাতন বাজার সাহেবের হাট মোবাইল টাওয়ার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬ পিস ভারতীয় ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, একটি হকিস্টিক এবং স্টিলের চেইন জব্দ করা হয়।
তারা হলেন: স্থানীয় শুভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের বড় ছেলে জয়চাঁদপুর গ্রামের জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পূর্ব হরিপুর রেজুমিয়া গ্রামের মোশারফ হোসেন মিলনের ছেলে তোফাজ্জল হোসেন টিটু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূর্ব পাঠানগড় গ্রামের আবু আহম্মদের ছেলে মো.আরাফাত হোসেন সাদ্দাম।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলকার সীমান্ত পিলার ২২০০/১-এস এর নিকট টহল পরিচালনাকালীন দলের সদস্যরা এ ৩ জনকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও ইয়াবা সেবন ও ব্যবসার অভিযোগ ছিল। আটককৃতদের ভাষ্য অনুযায়ী আরও ০৩ জন পলাতক রয়েছে। এ ঘটনা আটককৃতদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।