টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিছিয়ে দেয়ায় আগামী বছর আরো বড় পরিসরে এ আসর আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলি। বিশ্বকাপ না হওয়ায় সে সময় আইপিএল আয়োজন করবে ভারত। আইপিএল হলে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সেখানে খেলার সুযোগ পাবে। এতে আর্থিকভাবে তারা লাভবানও হবেন বলে জানান তিনি। এদিকে, বিশ্বকাপ পিছিয়ে দেয়ায় সিদ্ধান্তটা ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেটাররাও।
ফেব্রুয়ারিতে নারীদের বিশ্বকাপের সফল আয়োজনের পর থেকেই পুরুষদের বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলো অস্ট্রেলিয়া। কিন্তু মার্চের শুরু থেকেই অবনতি হতে শুরু করে করোনা ভাইরাস পরিস্থিতির। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে ক্ষুদ্র সংস্করণের ধুম ধারাক্কা এই আসর। সময়ের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তার কালো মেঘ বাড়তে থাকে। পরিস্থিতির উন্নতি না হওয়ায়, শেষ পর্যন্ত আসরটি স্থগিতই করে দেয় আইসিসি।
সম্ভাব্য নতুন সূচি ২০২১ সালের অক্টোবর। তবে, নির্ধারিত হয়নি ভেন্যু। প্রস্তুতি নেয়ার পরও আসর স্থগিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। তারপরও এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
অস্ট্রেলিয়া ক্রিকেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলি জানান, সব কিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকেট খেলতে এসে যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে যেত, তবে তা আরো খারাপ হত। বিশ্বকাপ মানেই দর্শক, হইচই। কিন্তু এ বছর যদি আয়োজন করা হয়, তবেতো এসব কিছুই রাখা সম্ভব হবে না। দলগুলো প্রস্তুতিও ঠিকভাবে নিতে পারেনি। আমাদের ক্ষতি হয়েছে। তবে, সামগ্রিক দিক বিবেচনা করে আসর বাতিল করাটা ইতিবাচক হিসেবে দেখছি আমি। পিছিয়ে দেয়ায় পর্যাপ্ত সময় নিয়ে পরবর্তী আসর আয়োজন করা যাবে।
বিশ্বকাপের পরিবর্তে ওই একই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করা হবে দুবাইয়ে। শারজাহ ও আবু ধাবিতে হবে সবগুলো ম্যাচ। আইপিএল হলে অনেক অস্টেলিয়ান ক্রিকেটার খেলার সুযোগ পাবে। এতে করে আর্থিকভাবেও লাভবান হবে ক্রিকেটাররা।
নিক হকলি জানান, আইপিএলে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলার সুযোগ পাবে আশা করি। এতে করে আর্থিকভাবেও লাভবান হবে তারা।
করোনার কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন ক্রিকেটাররা। প্রস্তুতিটাও নেয়া হয়নি ঠিকভাবে। আসর স্থগিত হওয়ায় খুশি তারাও। সময় পেলে প্রস্তুতিটাও ভালভাবে সেরে নেয়া যাবে বলে জানান মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের ক্রিকেটার মিচেল স্যান্টনার জানান, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশ্বকাপের মত আসরের জন্য যে মানের প্রস্তুতি দরকার। তা আমরা নিতে পারেনি। তাই আমি মনে করি পিছিয়ে দেয়ায় সবার জন্যই ভাল হয়েছে।
এ সিদ্ধান্ত সবার জন্যই ভাল হয়েছে বলেও মনে করেন স্যান্টনার।