ইতালিয়ান ফুটবল লিগ সিরিআ’র ইতিহাসে সর্বোচ্চ ৬৪৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ইতালির হয়ে বিশ্বকাপজয়ী গোলরক্ষক
জিয়ানলুইজি বুফন। সিরিআ’তে সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব এখন জিয়ানলুইজি বুফনের৷ গতকাল তিনি টপকেছেন পাওলো মালদিনির ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড৷
৪৩ বছর বয়স ছুঁই ছুঁই বুফনের ফিটনেস এখনো এ প্রজন্মের তরুণ ফুটবলারদের অনুকরণীয়। সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় বুফনকে রাখবেন অনেকে। শুধু গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও সুদর্শন বুফন অনেকের কাছে প্রিয়।
হয়তো এটাই হতে পারে সিরিআ'তে বুফনের শেষ আসর। তবে ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলে বুফন নামের এক চীনের প্রাচীরের অর্জন লেখা থাকবে সোনার হরফে।
যে বয়সে বেসির ভাগ ফুটবলাররা অবসরে খাতায় নাম লেখান, সেখানে বুফন এক্কেবারে ভিন্ন। উল্টো ফিটনেস দারুণভাবে ধরে রেখে খেলে যাচ্ছেন দিব্বি।
তাই ফুটবল ক্যারিয়ারে এতো বড় অর্জনের দিনে নিজের ভেরিফাইড ফেসবুকের পেজে চারটি দৃষ্টি নন্দন ছবি পোস্ট করে ইতালিয়ান ভাষা আবেগ প্রকাশ করেছেন গোলবারের নিচে এই বিশ্বস্ত হাত।
পোস্টে লিখেছেন, ৬৪৮ একটি সংখ্যা নয়, এটি পুরো একটি জীবন। দুই গ্লাভসসহ একটি জীবন। দুই খুঁটির নিচে একটি জীবন। অনেক চ্যালেঞ্জ নিয়ে একটি জীবন। সবচেয়ে সুন্দর চ্যালেঞ্জ এখনো আছে। ধন্যবাদ ৬৪৮।
এভাবেই একজন কিংবদন্তি বুফনের আবেগের বিস্ফোরণ ঘটেছে।