করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য সাধারণ মানুষসহ চিকিৎসকদের বিভ্রান্ত করবে বলে মত চিকিৎসক নেতাদের। তারা এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন। এদিকে, মহাপরিচালকের বক্তব্যকে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কে না গিয়ে লকডাউন বাস্তবায়নে সবচেয়ে গুরুত্ব দেয়া উচিত।
বৈশ্বিক মহামারি করোনা নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু করোনার আয়ুষ্কাল। অনেকে অনেক ধরণের মন্তব্য করলেও চিকিৎসকদের দাবি পূর্ণাঙ্গ ব্যাখ্যার। তারা বলছেন, পরিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এমন মন্তব্য শুধু সাধারণ মানুষই নয়, বিভ্রান্ত করবে চিকিৎসক সমাজকেও।
স্বাচিপ সাধারণ সম্পাদক আজিজ আহমেদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছে, সেটা কাঙ্খিত বক্তব্য নয়। ডাব্লিউএইচও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করে নাই। ভ্যাকসিন আবিষ্কার হলেই কেবল এর সমাধান হতে পারে। সুতরাং এই প্রেক্ষাপটে এমন দায় দায়িত্বহীন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করে, তেমনি চিকিৎসা পেশায় একটা নেতিবাচক প্রভাব পড়বে।
কিন্তু এমন ধারণার সমীকরণ কি এ নিয়ে ভিন্নমত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সবথেকে গুরুত্ব দেয়া উচিত লকডাউন বাস্তবায়নে।
এদিকে, সরকারের নীতি নির্ধারণী মহলেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য বিভাগের কোন কোন কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছে, তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো উর্ধ্বতন কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে।
তবে পরিস্থিতি আন্দাজ করেও এখনো পরিকল্পনা কাগজে কলমেই। মহাপরিচালক বলছেন, এখনো ছক কষছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, আমরা যেভাবে চলছি, এভাবে তো একবছর-দু’বছর চলা যাবে না। কাজেই কিভাবে এই কোভিড পরিস্থিতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারি, কিভাবে মানুষ সেবা পায় এ দিকে নজর দিতে হবে।
করোনা প্রাদুর্ভাবের ১০৪তম দিনে এসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাপিয়েছে এক লাখেরও বেশি।