অন্য দেশের সাথে তুলনায় বাংলাদেশের এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় আসেনি। বরং অন্য দেশগুলো কোন প্রক্রিয়ায় ক্রিকেটে ফিরছে সেটা গভীরভাবে পর্যাবেক্ষণে বাংলাদেশের অনেক শেখার আছে- সময় সংবাদে এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ। লকডাউনের সময়ে পরিবারের সাথে সময় উপভোগ করছেন বলে জানান তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বের থাকছে পাঠকের জন্য-
করোনায় ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই। ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন ৪০ হাজারের বেশি মানুষ। দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। মার্চ থেকে মে মাস পর্যন্ত ক্রিকেট থেকে বিরতি থাকলেও, বিশ্বের অন্যতম আক্রান্তের দেশটি সবার আগে ক্রিকেটে ফেরার খবর নিশ্চিত করেছে। কিছুটা চমক দিয়েছে ক্রিকেটের জনক দেশটি। খেলায় ফেরার পরিকল্পনা অনুযায়ী অনুশীলনে নেমেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
দেশে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের ভাবনায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নেই বলে সাফ জানিয়েছে ক্রিকেট বোর্ড। কি ভাবছে টাইগার ক্রিকেটাররা, জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অন্য দেশের সাথে আমাদের এখন তুলনা করলে চলবে না। কারণ সব দেশের অবস্থা একই রকম নয়। আমাদের মাথায় রাখতে হবে অবস্থা কোনদিকে যাচ্ছে।
মাহমুদুল্লাহ'র আস্থা পুরোটাই বোর্ডের সিদ্ধান্তের ওপর। তাই করোনার এই আতঙ্কের মাঝে অন্য দেশগুলোর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়ায় একটা শিক্ষনীয় হতে পারে বাংলাদেশের জন্য।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আর কিছুদিনের জন্য শ্রীলংকানরা খেলা শুরু করবে। প্রতিটা দেশ তাদের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সে ব্যাপারে অনেক সচেতন।
আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে পরিবারকে এতোটা লম্বা সময় গেলো এক যুগে দিতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক। তাই করোনার অভিশাপ এক অর্থে আর্শিবাদ হয়েছে রিয়াদের কাছে।