এডিস মশা নিধনে চিরুনি অভিযান চালাচ্ছে উত্তর সিটি কপোরেশন। শনিবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশানের বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং বাসা বাড়িতে অভিযান চালানো হয়। এসময় এডিস মশার লার্ভা পাওয়া বাড়ির মালিকদের বিরুদ্ধে অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাজধানীর গুলশানের অভিজাত বাড়ি। দৃষ্টিনন্দন এই বাড়িতেই মিলেছে এডিস মশার লার্ভা।
করোনার মাঝেই ডেঙ্গুর প্রকোপ। গতবছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ অভিজ্ঞতার পরও চলতি সময়ে দেশে ডেঙ্গুরোগী যখন বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তখনও অসচেতনার দোহাই বাড়ির মালিকের।
বাড়ির পাশাপাশি বিভিন্ন নার্সারি, বাগান, নির্মাণাধীন ভবনেও অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার লার্ভা পাওয়ায় বেশ কয়েকটি বাড়িকে নগদ জরিমানা করা হয়।
গুলশান ছাড়াও মিরপুর, উত্তরার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসার ছাদ বাগান এবং নির্মাণাধীন ভবনই এই মুহূর্তে এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'বাড়ির মালিকরা যদি আরেকটু সচেতন হয়, বাড়ির কেয়ারটেকোরদের যদি আরেকটু উদ্বুদ্ধ করে তাহলে নিজেরাও ডেঙ্গুমুক্ত থাকবেন এবং ডেঙ্গুমুক্ত রাখতে পারবেন।'
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, যাদের বাসায় পাওয়া যাবে এডিসের লার্ভা তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
উওর সিটি কপোরেশন এই চিরুনি অভিযান ১৫ জন পর্যন্ত চলবে।