গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার শালমাড়া ইউনিয়নের বালুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দামগাছা, নিলকান্তপুর ও শাখাহাতি গ্রামের শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যেগে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না।
অনুষ্ঠানে শালমাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলজার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না বলেন, সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন দেশের এ ক্রান্তিকালে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এগিয়ে এসেছেন। এর অংশ হিসেবে আমরা আজ শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিতরণ করেছি। দেশের এ দুর্যোগে সমাজের বিত্তবান ও প্রভাবশালী লোকদের অসহায় ও কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধ করছি।