ঈদ উপলক্ষে প্রতিবছর জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবাগত শিল্পীরও গান প্রকাশ হয়ে থাকে। তবে এবার চিত্রটা পরিবর্তন করে দিয়েছে করোনাভাইরাস। যার প্রভাবে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান গান প্রকাশ করছে। এরমধ্যেই একটি গান প্রকাশ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার সংগীতশিল্পী বেলাল খান।
বেলাল খানের প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশ হতে যাচ্ছে নতুন গানটি। গানের শিরোনাম ‘ডানা ছাড়া পাখি’। গানটি লিখেছেন এ মিজান। কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর করেছেন বেলাল খান নিজেই। সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন আলভী ও আনিকা মিম।
গান প্রসঙ্গে বেলাল খান বলেন, গানের কথা চমৎকার। বরাবরের মতোই ভালো গান গাওয়ার চেষ্টা করি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।
জানা গেছে, ঈদের দিন বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নতুন গানটি।