করোনা মহামারির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আম্পানে দেশের মানুষ সংকটময় পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছেন। দুর্যোগ কবলিত পরিবারগুলোর অবস্থা খুবই করুণ। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি মানবতার সেবায় এগিয়ে এসেছে এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর কাছে। সংকটকালে সংগঠনটি পীড়িত ও বঞ্চিত শতাধিক পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উপকূলীয় এলাকার মানুষের জীবন যখন দুর্বিসহ তখন মানবতার সেবায় এগিয়ে এসেছে ইউনিভার্সাল এমিটি।
স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠাতা খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
নিজে উপস্থিত থেকে শতাধিক পরিবারের কাছে পৌঁছে দেন আর্থিক সহযোগিতা। যেখানে এ পরিবারগুলোর কাছে সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পৌঁছায়নি প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে তাদের কাছে যান তিনি।
ইউনিভার্সাল এমিটি টিম খুলনার পাইকগাছার দারুম মল্লিক ঘাট এলাকায় সুপার সাইক্লোন আম্পনের আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেয়।
তাদের এ সহযোগিতায় যেন নতুন করে বাঁচার আশা জেগেছে ক্ষতিগ্রস্তদের মনে।
ইউনিভার্সাল এমিটি ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন দুর্যোগময় অবস্থায় আত্মপীড়িত ও বঞ্চিতদের সহযোগিতা করে আসছে।