যুক্তরাষ্ট্রে করোনায় শনিবারও এক বাংলাদেশিসহ ১৩শ’ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। এরইমধ্যে বিভিন্ন স্থানে লকডাউন শিথিল হয়ে আসছে।
এদিকে, ঈদের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দিতে অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে কোভিড নাইনটিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। যদিও, পুরো যুক্তরাষ্ট্রের সার্বিক চিত্রটি খুব ভালো নয়। প্রতিদিনই মৃতের সংখ্যা থাকছে হাজারের ওপরে, আক্রান্ত হচ্ছেন বিশ হাজারেরও বেশি মানুষ।
এর মধ্যেই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মদের দোকান খোলা রেখে ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক নয়। আর এ কারণেই মসজিদসহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দিতে স্টেট গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে প্রেসিডেন্টের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ধর্ম যাজকরা। করোনা মহামারির মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কোনো প্রয়োজন নেই বলেও জানান তারা।
এদিকে, এক ঘোষণায় নিউইয়র্কে লকডাউন কিছুটা শিথিল করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। তবে যারা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন তাদেরকে অবশ্যই ৬ ফুট দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক।