সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মৌলভীবাজারের সাবেক এক সিভিল সার্জন।
করোনার উপসর্গ নিয়ে শুক্রবার (২২ মে) সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। তবে রিপোর্ট আসার আগেই শুক্রবার রাত নয়টায় তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক সিভিল সার্জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
এর আগে শুক্রবার রাত ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।