ভৌতিক রোমান্টিক সিনেমা 'টোয়াইলাইট' দারুণ সাড়া ফেলেছিলো সিনেমা প্রেমীদের মাঝে। সে ছবির জনপ্রিয় অভিনেতা ছিলেন গ্রেগোরি টাইরি বয়েস। তবে এই অভিনেতার রহস্যময় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গ্রেগোরি এবং তার প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাস ভেগাসে একই ঘর থেকে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি।
৩০ বছর বয়সী অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস ও তার প্রেমিকার দেহের পাশ থেকে সাদা পাউডারের একটি প্যাকেট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তারা। তবে, খুনের অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। গ্রেগোরি টাইরি বয়েসের প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর বয়স ২৭ বছর। সম্পর্কের টানাপোড়েনের জেরে কি এই ঘটনা ঘটেছে? সেই তদন্তে নেমেছে পুলিশ।
সূত্র: সিএনএন