পাবনার সাঁথিয়া উপজেলায় আতাইকুলায় দিনে দুপুরে ব্যবসায়ীর ৫ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধাসহ জড়িতদের নামে চাজশিট দাখিল করেছেন পুলিশ।
শনিবার (২৩ মে) আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভুষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে সঙ্গে নিয়ে গত রোববার (১০ মে) দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথে আগ থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজের উপর থেকে ব্যবসায়ীকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ব্যবসায়ী মুসার আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহূর্তেই আমরা অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা, তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপনকে আটক করা হয়।
পরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর ছেলে মুসাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের দেয়া মামলার এজহার মোতাবেক মামলার ৫ আসামির নাম চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকতা পরিদর্শক শরিফুল ইসলাম।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, ছিনতাইয়ের অভিযোগে গ্রফতার করা ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।