কাতারে করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে কর্মহীন অনেক প্রবাসী বাংলাদেশি। এসব প্রবাসীদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বেশ কিছু সংগঠন। তবে এবার খাদ্য সামগ্রীর পাশাপাশি অসহায়দের মধ্যে নগদ অর্থ সহায়তা করছে প্রবাসী ব্যবসায়ীরা।
এদিকে কাতারে করোনায় এ পর্যন্ত ৬ বাংলাদেশিসহ মারা গেছেন ১৯ জন। আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের মহামারির কারণে চাকরি হারানো প্রবাসীদের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন। তবে ব্যতিক্রমী উদ্যোগে মাধ্যমে নগদ অর্থ সহায়তা নিয়ে কর্মহীন প্রবাসীদের সাহায্য এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন। সঙ্কটের সময় এ সহায়তা পেয়ে খুশি প্রবাসীরা।
কর্মহীনরা বিভিন্ন সংগঠন থেকে খাদ্যসামগ্রী পেলেও, ছিল অর্থ সঙ্কট। আর তাই নগদ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন ব্যবসায়ী নেতারা।
কাতারে এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪২ হাজারের বেশি আক্রান্ত হওয়ার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজারের বেশি মানুষ।