আয়ারল্যান্ডে চলছে লকডাউন শিথিলের প্রথম ধাপ। এরমধ্যেই রমজান শেষে আসছে ঈদ। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞার কারণে এবার কেউ আত্মীয়-স্বজন, বন্ধুদের বাড়ি যেতে পারবে না।
এদিকে দেশটিতে করোনায় নতুন করে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫শ' ৯২ জনে দাঁড়ালো।
অন্যান্য দেশের মতো প্রতি বছর আয়াল্যান্ডের প্রবাসীদের মাঝেও থাকে ঈদের আনন্দ। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনা মহামারিতে প্রবাসীদের মাঝে নেই ঈদের ছিটেফোঁটা আনন্দও। এ বছর নিরাপদে ঘরে থেকে আগামীতে সবাই মিলে একসঙ্গে ঈদ আনন্দ করার প্রত্যাশা প্রবাসীদের।
লকডাউনে করোনাভাইরাস রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে অসহায় মানুষের পাশে থাকারও আহ্বান তাদের।
এদিকে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার বিষয়ে আয়ারল্যান্ড সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
করোনার ছোবলে পৃথিবী হারিয়েছে তার পুরোনো ছন্দ। মৃত্যুর মিছিলে চাপা পড়েছে ঈদের উৎসাহ-উদ্দীপনা। শিগগিরই করোনাযুদ্ধে জয়ী হবে বিশ্ব, আগামী বছর ঈদ নিয়ে আসবে সুখের বার্তা- এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।