ভারতে ফুটপাতে ফল বিক্রেতার ১৫ ঝুড়ির আম লুট করল সাধারণ মানুষ। দিল্লীর জাগাতপুরি এলাকায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। দিনে দুপুরে এমন অমানবিকতা থেকে পুরো ভারতেই নিন্দার ঝড় উঠেছে।
একজন প্রত্যক্ষদর্শীর করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ফল বিক্রেতা ছোটে বলেন, ‘শুনতে পেলাম রাস্তা থেকে সামান্য দূরে একটি স্কুলের পাশে পুলিশের সঙ্গে কারো যেন মারামারি হচ্ছে। হঠাৎ কিছু লোক এসে আমাকে বলল তোমার ঠেলা (ঠেলাগাড়ি) সরাও। ফলে আমের ঝুড়িগুলো ফুটপাতে রেখে আমি ঠেলা সরাতে গেলাম। এসে দেখি সব আম লুট হয়ে গেছে। এখানে আমার ১৫ ঝুঁড়িতে ৩০ হাজার রুপির আমি ছিল, সব নিয়ে গেছে।’
ছোটে আরও বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে লকডাউন থাকায় ব্যবসা-বাণিজ্য কিছুই করতে পারিনি। এখন কোনরকম পুঁজি নিয়ে রাস্তায নেমেছি তাও শেষ হেয় গেল। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি তারা এখনও কোন ব্যবস্থা নেয়নি।