তুরস্কে সৌদি দূতাবাসে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের তার সন্তানরা ক্ষমা করে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সৌদি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খাশোগির বাগদত্তা।
খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন খাশোগির বাগ্দত্তা হাতিস চেঙ্গিস। তিনি বলেন, খুনিদের ‘ক্ষমা’ করার অধিকার কারও নেই।
শুক্রবার (২২ মে) খাশোগির বড় ছেলে সালাহ খাশোগি শুক্রবার টুইটারে জানান, রমজান উপলক্ষে তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি।’
৫৯ বছর বয়সী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে খুন করা হয়। এই হত্যার পেছনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে অনেকের মত।