করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫) মারা গেছেন। বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় তীব্র শ্বাসকষ্টে মারা যান তিনি।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও তার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে শেফালি দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ জানান, হাসপাতালে সেবা দেয়ার সময় শেফালি দাসের করোনা পজিটিভ হয়। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ আসে। তৃতীয়বার গত ১৩ মে পরীক্ষা করা হলেও করোনা নেগেটিভ আসে।
মৃত শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, রাতে বাসায় হঠাৎ তার মায়ের শরীর ঘামতে থাকে ও শ্বাসকষ্ট বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে নিস্তেজ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি নার্স লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলায় শ্বশুরবাড়ি জামালপুর। তিনি অত্যন্ত ভালো ও বিনয়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা সেবা মহাবিদ্যালয়ের প্রভাষক নাজমা খাতুন জানান, সুপারভাইজার শেফালি দাসের মৃত্যুতে আমরা একজন পেশাদার আদর্শ সহকর্মী সেবিকাকে হারালাম।